প্রধান শিক্ষকের বাণী

থাইংখালী উচ্চ বিদ্যালয় ১৯৯৪ সালে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার দক্ষিণ সীমান্ত থাইংখালী গ্রামের স্বনামধন্য ব্যাক্তিত্বগণ বিশিষ্ট শিক্ষানুরাগীগণ তাদেঁর শ্রম, অর্থ ও জমি দিয়ে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি সুদক্ষ পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানে ইন্টারনেট, ডিজিটাল হাজির ও সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত এবং ১৬ জন শিক্ষক জন কমর্চারী ৭৫০ জন ছাত্রছাত্রী রয়েছে।

মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করার জন্য অপরিহার্য হচ্ছে অঙ্গীকার সার্বিক গুণগত ব্যবস্থাপনা এবং সৃজনশীল উদ্ভাবনীমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দরকার অনুকুল অবকাঠামো পরিবেশ। আমরা অঙ্গীকারাবদ্ধ, গুণগত ব্যবস্থাপনায় সদা সচেষ্ঠ এবং অবকাঠামো পরিবেশগত দিক দিয়ে মাশাল্লাহ্ উপজেলায় ভালো অবস্থানে আছে। তাই, আসুন আমরা যার যার অবস্থান থেকে সরকারের পদক্ষেপ বাস্তবায়নের জন্য সাহায্য করে যেমন, মেধা দিয়ে, কেউবা পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হউন। আমিন!

 

মোহাম্মদ মোস্তফা কামাল

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

থাইংখালী উচ্চ বিদ্যালয়

উখিয়া, কক্সবাজার।

© All rights reserved © 2025 THS
Design & Developed BY ShabbirDigital.com