প্রতিষ্ঠানের ইতিহাস

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আধুনিক ও মানসম্মত মাধ্যমিক শিক্ষার সেবা পৌঁছে দেবার লক্ষ্যে ১৯৯৪ সালে স্থাপিত হয় থাইংখালী উচ্চ বিদ্যালয়। পালংখালী তথা উখিয়ার কতিপয় শিক্ষানুরাগী ও গুনীজনদের নির্দেশনা, আর্থিক ও জায়গা জমি দিয়ে প্রতিষ্ঠিত হয় এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর পাঠদান ও পরিশ্রমে থাইংখালী উচ্চ বিদ্যালয় আজ নিভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। ২০০০ সালে এমপিওভুক্ত হয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। গত জুলাই ২০১৯ সালে মাধ্যমিক হিসেবে  অন্তভুক্ত হয়।

আগামীতেও এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে নাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

© All rights reserved © 2025 THS
Design & Developed BY ShabbirDigital.com